“কাটমানি, সিন্ডিকেট ও গুন্ডা বাহিনী নিয়ে চলছে রাজ্য সরকার,” অভিযোগে সরব বিজেপি সাংসদ সুভাষ সরকার

সাথী দাস, পুরুলিয়া, ৪ ডিসেম্বর:
“কাটমানি, সিন্ডিকেট ও গুন্ডা বাহিনী নিয়ে চলছে রাজ্য সরকার,” এই অভিযোগে সরব হলেন বিজেপি সাংসদ ডা: সুভাষ সরকার। আজ  বাঁকুড়া লোকসভার অন্তর্গত
পুরুলিয়া জেলার নিতুড়িয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তোপ দাগেন এই বিজেপি সাংসদ।

আজ নিতুড়িয়া থানার কাছ থেকে পারবেলিয়া পর্যন্ত দলের যুব মোর্চার মিছিল ও পথসভায় অংশ নেন বিজেপির এই রাজ্য নেতা তথা সাংসদ। রাজ্যের তৃণমূল সরকারকে ধিক্কার জানিয়ে মিছিলে স্লোগান দেওয়া হয়। ‘আর নয় বেকারত্ব, আর নয় নারীদের উপর অত্যাচার,’ মিছিল শেষে পথসভায়  সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, “এই রাজ্যটিকে কোনও সরকার চালাচ্ছে না। রাজ্যটিকে এক ডিলার সরকার চালাচ্ছে। এখানে ডিলারের সরকার চলছে। সমস্ত বিষয়ে কাটমানি, সিন্ডিকেট ও গুন্ডা – এই সমস্ত বাহিনী দ্বারা চলছে রাজ্যটি। গত নয় বছর ধরে শিক্ষক নিয়োগ নেই, টেট পরীক্ষায় দুর্নীতি, আমফানে ক্ষতিগ্রস্ত গরিব মানুষদের জন্য কেন্দ্র থেকে তহবিলের টাকায় দুর্নীতি হয়েছে।” তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দুশোরও বেশি আসন দখল করবে এবং  পশ্চিমবাংলায়কে সোনার বাংলায় পরিণত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *