নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ : আমাকে খুন করার জন্য রাজ্য সরকার সুপারি দিয়েছে বলে বিস্ফোরক বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার কলকাতায় রাজভবনের সামনে এই অভিযোগ করেন তিনি। অর্জুন সিং অভিযোগ করেন, ‘আমাকে খুন করার জন্য পরিকল্পনা করছেন খোদ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আমি এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু সেখানেও আমাদের বিচার আটকাতে কৌশল অবলম্বন করছে তৃণমূল। কলকাতা হাইকোর্টে যাতে আমরা বিচার না পাই তারজন্য সরকারি কৌশুলি সবরকম চক্রান্ত শুরু করেছে।
তাই এব্যাপারে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে আমি আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলাম।
রাজ্যের সাংবিধানিক প্রধানকে সবকথা খুলে বলেছি। ২০২১ যত এগিয়ে আসছে ব্যারাকপুরে তৃণমূলের সন্ত্রাস বাড়ছে। প্রতিদিন ব্যারাকপুরে বিজেপি কর্মীরা শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে। সঙ্গে পুলিশ দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে রাজ্যের শাসক দল। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে তৃণমূল। ব্যারাকপুরের মাটিতে গণতন্ত্রকে উদ্ধার করতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছি বলে জানান অর্জুন সিং।