অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ অক্টোবর: মুখ্যমন্ত্রীর ঘোষণা মত হাতির হানায় গুরুতর জখম ব্যক্তির হাতে শনিবার ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। প্রসঙ্গত, গতবছর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের কালিঞ্জা গ্রামের বাসিন্দা সুজয় ঘোষ হাতির হানায় গুরুতর জখম হয়েছিল এবং তার একটা পা কেটে বাদ দিতে হয়েছিল। সেই সময় তাকে কিছু সরকারি সাহায্য দেওয়া হয়েছিল। আজ আবার সেই ব্যক্তির বাড়িতে গিয়ে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ ও লোধাশুলি রেঞ্জের ফরেস্টার সুমিত ঘোষ। সহাকারি সাহায্য পেয়ে খুশি সুমিত ও তার পরিবার।