স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ নভেম্বর:
সারা রাজ্যের জেলাগুলোর সঙ্গে নদীয়াতেও মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে বিশ্ববাংলা শারদ সম্মান দিলেন নির্বাচিত সেরা দুর্গাপূজাগুলোকে। মঙ্গলবার বিকেল চারটের সময় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেন নির্বাচিত সেরা পুজোগুলোকে। নদীয়া জেলার সেরা দুর্গাপূজাগুলোকে স্মারক তুলে দেওয়া হয় নদীয়া জেলা পরিষদ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু, জেলাশাসক পার্থ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।