নীল বনিক, আমাদের ভারত, ২৮ জানুয়ারি: সিএএ বোঝাতে এবার হোলটাইমার নিচ্ছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষের মধ্যে দলের অবস্থান স্পষ্ট করার কর্মী খুব কম। তাই সিএএ বোঝাতে এবার হোলটাইমার নিয়োগ করছে বিজেপি।
সিএএ নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলা করতে জেলায় জেলায় সাধারন মানুষকে এই আইন সম্পর্কে বোঝাবে, এমন কর্মী রাজ্য বিজেপিতে খুব কম আছে। তারপর যারা নিজেরা সিএএ আইনের উপকারিতা সঠিক ভাবে বর্ননা করতে পারেন, তাদের বেশিরভাগই দলের হোলটাইমার নয়। সেইকারনে সিএএ আইন সম্পর্কে যারা ভালো বোঝাতে পারেন সেইসব কর্মীদের হোলটামার করতে চাইছে রাজ্য বিজেপি। এই হোলটাইমাররা আগামী তিন মাস রাজ্য জুড়ে ঘুরেঘুরে সিএএ আইনের উপকারিতা বোঝাবে মানুষকে। তারজন্য হোলটাইমারদের সাতহাজার টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তরবঙ্গে সবথেকে বেশি হোলটাইমার নিয়োগ করতে পারে বিজেপি। কারন উত্তরবঙ্গের একটি লোকসভা আসন ছাড়া সবকটি বিজেপির দখলে। উত্তরবঙ্গ থেকে আগামী বিধানসভায় বিজেপি ৫০টি আসন টার্গেট করেছে। আর তারজন্য বিজেপি বুঝতে পারছে সিএএ নিয়ে মানুষকে বোঝাতে পারলে বিজেপি তার টার্গেট পূরন করতে পারবে। সেইজন্য সিএএর প্রয়োজনীয়তা বোঝাতে বিজেপি প্রথম উত্তরবঙ্গে হোলটাইমার নিয়োগ করছে।
দলীয় সূত্রের খবর জলপাইগুড়ি জেলায় ১৫০ জন হোলটাইমার নিযোগ করছে বিজেপি নেতৃত্ব। যদিও এমন খবর নিয়ে বিজেপির কোনও রাজ্য নেতাই মুখ খুলতে নারাজ। অনেক বিজেপি নেতাই বলছেন, সিএএ নিয়ে ধারাবাহিক প্রচার জরুরী। আইনের উপকারিতা বোঝাতে দল যদি হোলটামার নিয়োগ করে তাহলে লাভ হবে দলের। আর এই সিদ্ধান্ত সঠিক বলেও মানছেন দলের একাংশ।