নীল বনিক, আমাদের ভারত, ২৯ এপ্রিল: তিনমাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে এবার মমতার সরকারের উপর চাপ তৈরি করবে রাজ্য বিজেপি। দলের যুব এবং মহিলা মোর্চার মতো সংগঠনগুলিকে দিয়ে এইদাবি জোরাল করার পরিকল্পনা গ্রহন করছে মুরলিধর সেন লেন।
লকডাউনের মধ্যে সোস্যাল মিডিয়ায় বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি দেবজিৎ সরকার। জানাগেছে, যুবমোর্চার সমস্ত পদাধিকারী বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোস্যাল মিডিয়াতে সরব হবেন। সূত্রের খবর দলের মহিলা মোর্চার নেত্রীরাও একই দাবি জানাবে সোস্যাল মিডিয়ায়। বিজেপির আইটি সেলের পক্ষ থেকেও বিদ্যুৎ বিলের ছাড় নিয়ে সোস্যাল মিডিয়ার মাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা হবে।
সোস্যাল মিডিয়ায় জনমত তৈরি হলেই কয়েকদিনের মধ্যে এই ইস্যুতে সরব হবেন রাজ্য বিজেপির হেভিওয়েট রাজ্য নেতৃত্ব। দলের সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়রা বিদ্যুৎ বিল মুকুব নিয়ে আওয়াজ তুলবেন।
টানা লকডাউনে রুটিরুজি হারিয়েছে সাধারন মানুষ। লকডাউন পর্ব কাটলেই বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে মানুষকে সমস্যায় পড়তে হবে তা ভালোই বুঝতে পারছেন বঙ্গ বিজেপির নেতারা। তারমধ্যে এপ্রিলের গরমে বিদ্যুৎ বিল বেশি আসবে প্রত্যেক গ্রাহকের। সেইজন্যই এমন জনপ্রিয় ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে আওয়াজ তুলে মমতার সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করার কাজটা শুরু করে দিল রাজ্য বিজেপি।

