নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ডিসেম্বর:
দলীয় সাংসদ সুনীল মন্ডলের হেনস্থা নিয়ে অমিত শাহকে নালিশ জানাল রাজ্য বিজেপি। দলের রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার কলকাতায় হেস্টিংসে বিজেপি অফিসের সামনে তৃণমূল ছেড়ে আাসা সুনীল মন্ডলকে হেনস্থা হতে হয়। আভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে। বিজেপি এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেছে।
রাজ্যে বিজেপির সাংসদ, বিধায়কদের কোনও নিরাপত্তা নেই। এদিনের এই ঘটনা তা প্রমাণ করে বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, রাজ্যে জনপ্রতিনিধিদের নিরাপত্তার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করছিলাম। আজকের এই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি বলে জানান কৈলাস বিজয়র্গীয়।

