নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ সেপ্টেম্বর: ২০২১ এর রনকৌশল ঠিক করতে আগামী ১০ সেপ্টেম্বর বসছে রাজ্য বিজেপির কার্যকারিনী বৈঠক। কলকাতায় মাহেশ্বরী সদনে এই বৈঠক হবে। বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতি ও জেলা পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।
করোনার সময় বিজেপি রাস্তায় নেমে আন্দোলনে থাকলেও দলে গোষ্ঠীদ্বন্দ নিয়ে বেশি সময় অতিবাহিত করেছে। বিশেষ করে যুবমোর্চার রাজ্য কমিটি নিয়ে। দলের গোষ্ঠীদ্বন্দ এতটাই বৃদ্ধি পেয়েছে যে কিছু সময়ে তা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। রাজ্য থেকে জেলা কমিটি সব কমিটিতেই গোষ্ঠীকোন্দল বিগত চারমাস বেআব্রু হয়ে পড়েছিল। যা নিয়ে রাজ্যের শাসক দল তীব্র কটাক্ষ করতে শুরু করেছে। যেমন রবিবার রাজ্য বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে প্রকাশ্যে ট্যুইট করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরৎ জাহান। তিনি সোস্যাল মিডায়ায় জানিয়েছিলেন এমন একটা দল যে সবাই নেতা হতে চান। রবিবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়ছে। তারা আবার তৃণমূ্লের সঙ্গে লড়াই করবে।
এবার সেই সমস্য মিটিয়ে ২০২১ এর জন্য ঝাঁপাতে চাইছে গোটা দল। আর তার রনকৌশল ঠিক করতেই ১০ সেপ্টেম্বর কার্যকারিনী বৈঠকের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। কোন পথে আন্দোলনে গেলে দলের জনভিত্তি তৈরি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও বুথকমিটি, মন্ডল কমিটির গঠন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। শহর কলকাতাতেই বহু জায়গায় মন্ডল কমিটি গঠন হয়নি রাজ্য বিজেপির। তারমধ্যে সবথেকে বেশি বেহালার দুই বিধানসভার মধ্যে যে মন্ডল কমিটিগুলি পরে। তাও তৈরি করার জন্য আলোচনা হবে বলে দলীয় সূত্রের খবর।
বৈঠকে উপস্থিত থাকবেন দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন।

