পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: ভবানীপুর অঞ্চলের পাটনা এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব এর পথসভা চলাকালীন ভেঙে পড়লো মঞ্চের একাংশ। যদিও সেরকম কোনো অঘটন ঘটেনি৷ তড়িঘড়ি মঞ্চ থেকে সবাইকে নামিয়ে দেওয়া হয়।
জানা যায়, এদিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। এদিন তার জনসংযোগের অন্যতম কর্মসূচি পথসভাতে তিনি যোগ দেন। এই মঞ্চে উঠার পরই তার সঙ্গে উঠেছিলেন এলাকার বিধায়ক হুমায়ুন কবীর সহ তৃণমূল নেতৃত্ব, আর ছিলেন দীপক অধিকারের নিরাপত্তায় থাকা কর্মীরা। যদিও তৃণমূল নেতাকর্মীরা মঞ্চে উঠতে গেলে বাধে বিপত্তি। মঞ্চের একাংশ ভেঙ্গে পড়ে। এই ঘটনায় হতচকিত হয়ে যায় তৃণমূল নেতৃত্ব এবং ঘাটালের প্রার্থী দীপক অধিকারী।তাকে সরিয়ে নিয়ে আসে তার নিরাপত্তা কর্মীরা। যদিও এই ঘটনায় কারো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এরপর যেসব তৃণমূল কর্মীরা মঞ্চে উঠেছিলেন তাদের নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বিষয়টি সামাল দেন সাংসদ দেব নিজে।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে ইতিমধ্যে ঝড় তুলেছে দীপক অধিকারী। তিনি প্রতিদিনই কোথাও না কোথাও প্রচার চালিয়ে যাচ্ছেন। তার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এইদিন ডেবরাতে জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী। প্রথমে তার জনসংযোগ কর্মসূচি ছিল ডেবরা ভবানীপুরে। এরপর ছিল ভরতপুর এবং শেষে ছিল সবং-এর লেঙ্গল কাটা এলাকায়। যদিও প্রথম জনসংযোগ কর্মসূচিতেই এই দুর্ঘটনা ঘটে যায়।