হাইকোর্টের কর্মী-অফিসারদের জন্য দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগম চালাবে ১৫টি বিশেষ বাস

রাজেন রায়, কলকাতা, ৪ জুন: দীর্ঘ ২ মাস লকডাউনে বন্ধ হাইকোর্ট। রোজগারহীন অনেক আইনজীবী। তবে খুব গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই অবস্থাতে হাইকোর্টের আইনজীবী এবং কর্মীদের মুখে আশার আলো ফোটাল বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসা একটি নির্দেশিকা। যা দেখে অনেকেই আশা করেছেন, হয়তো শুক্রবার থেকে ধীরে ধীরে খোলার পথে এগোচ্ছে হাইকোর্ট।

কি রয়েছে দক্ষিণবঙ্গের রাজ্য পরিবহণ নিগমের ওই নির্দেশিকাতে? দেখা যাচ্ছে তাতে লেখা রয়েছে, শুক্রবার দুপুর ১২ টা থেকে ১৫টি সরকারি বাস শুধুমাত্র হাইকোর্টের কর্মী অফিসারদের জন্য বরাদ্দ করা হল। বিভিন্ন এলাকা থেকে হাইকোর্টের কর্মী অফিসার পরিচয় দেখালেই এই বাসগুলি তুলে নেবে এবং পরে ফেরতও দিয়ে আসবে। এই পরিবহণ ব্যবস্থা ততদিন চলবে, যতদিন না স্বাভাবিক রেল চলাচল শুরু হয়।

দুর্গাপুর এবং বেলঘরিয়ার ডিভিশনাল ম্যানেজাররা নিগমের তরফে এই কাজের দায়িত্ব নেবেন। অন্যদিকে, সজল রায়–যিনি অফিসার অন স্পেশাল ডিউটি অ্যান্ড ট্রাফিক অপারেশন–হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে এই বিষয়টি নিয়ে সমন্বয় রাখবেন। চিঠিতে মেমো নম্বর উল্লেখ করে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *