আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৩ জানুয়ারি:
গঙ্গাসাগর মেলায় এসে সকলেই সাগরে ডুব দিয়ে পূণ্য অর্জন করতে চান। আর সেই পূণ্য অর্জন করতে গিয়ে যাতে কোথাও কোনও বিপদ না ঘটে সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। একদিকে যেমন সিভিল ডিফেন্সের কর্মীদের নিযুক্ত করা হয়েছে তেমনি প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে সমুদ্রতটে। এর পাশাপাশি সমুদ্রে সর্বদা এনডিআরএফ ও নৌসেনা টহলদারি চালাচ্ছে যাতে সমুদ্র স্নানে নেমে পূণ্যার্থীরা বিপদের মধ্যে না পড়েন। সেই জন্য, পূণ্যার্থীরা সমুদ্রে কতদূর যেতে পারবেন তার সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
গত বেশ কয়েকবছর ধরেই গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু হয়েছে। এবছরও তার অন্যথা হয়নি। উপরন্তু এবছর আরও বেশ কিছু নতুন বিষয় এই নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে যুক্ত করেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। একদিকে যেমন কচুবেরিয়া থেকে আসা যাওয়া সমস্ত গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে দুর্ঘটনা এড়াতে। তাছাড়া প্রতিনিয়ত গঙ্গাসাগরের সমুদ্রতটে নজরদারি চালাচ্ছে প্রশাসন। স্পিড বোটে করে সমুদ্রে নজরদারির পাশাপাশি সমুদ্রের বেশ কিছুটা এলাকা হলুদ বেলুন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে ঐ সীমা লঙ্ঘন করে কেউ গভীর সমুদ্রে যেতে না পারে সেদিকেও চলছে নজরদারি।
এবিষয়ে নিরাপত্তা কর্মীরা বলেন, “আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে সমগ্র সমুদ্রতট জুড়ে পূণ্যার্থীদের সচেতন করে চলেছি। মাইকে প্রচার চলছে প্রতিনিয়ত। এছাড়াও নদীতে স্পিড বোটে টহলদারি চালানো হচ্ছে”।