আমাদের ভারত, ১৪ অক্টোবর: বাঙালি এই সময় দুর্গা পূজায় মাতলেও দেশের অবাঙালিরা মেতে ওঠেন নবরাত্রিতে। গুজরাতিরা এই নবরাত্রিতে গরবার মাধ্যমে মায়ের আরাধনা করেন। এবার সেই গরবাতেই নয়া চমক। স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর লেখা গানে এবার গরবায় মাতবেন গুজরাতিরা।
হ্যাঁ একটি গোটা গান লিখেছেন প্রধানমন্ত্রী। গীতিকার হিসেবে প্রধানমন্ত্রীর গানের জগতে এটাই ডেবিউ। সঙ্গীত পরিচালক তনিশক বাগচী ও গায়িকা ধ্বনি ভানুশালির সুরে নবরাত্রি উপলক্ষে মোদীর লেখা গর্বা নামের নতুন গানটি দেবীপক্ষের সূচনাতেই মুক্তি পেয়েছে।
নরেন্দ্র মোদী যে গান লিখতে পারেন তা অনেকেরই অজানা ছিল। তাই মহালয়ার সকালে সবাইকে চমকে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিংক পোস্ট করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালক তনিশক বাগচী ও ধ্বনি ভানুশালিকে।
মোদী লিখেছেন, “ধ্বনি ও তানিশক আপনাদের গোটা টিমকে শুভ কামনা গারবার এই নতুন ভার্সনের জন্য। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম সেটা আপনারা দারুণভাবে উপস্থাপন করেছেন। বহু বছর আমি নতুন করে কিছু লিখিনি, কিন্তু গত কয়েকদিনে আমি নতুন একটা গরবা লিখেছি। নবরাত্রির সময় সকলের সঙ্গে ভাগ করে নেব।
জ্যাকি ভাগনানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই গানের বিষয়ে প্রযোজনায় যুক্ত ছিলেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই অসাধারণ কাজে ভাগিদার হওয়ায় আমার এবং জাস্ট মিউজিক এর জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের মুহূর্ত। গরবা হল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং নবরাত্রি সারাংশ। একই সঙ্গে এটি সঙ্গীতের বন্ধন শক্তির একটি স্বাক্ষর। এটি আমার জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। আমি নিশ্চিত যে গরবা আগামী বহুবছর ধরে নবরাত্রি উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।”
এই গানটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর গান লেখার বিষয়টি খুবই ইন্সপায়ারিং।
https://x.com/narendramodi/status/1713063193592086899?t=qTBNpxauelfda5PxooHsqA&s=08

