সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জুন: বাবার কাছে টাকা চেয়ে তা না পেয়ে বাবাকে কুড়ুল দিয়ে আঘাত করে ছেলে। কুড়ুলের আঘাতে প্রাণ হারালেন বাবা।এই ঘটনায় স্তম্ভিত বড়জোড়া শিল্পাঞ্চল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আজ বড়জোড়ার শিবতলায়। বেকারত্বের যন্ত্রণা যুব সমাজকে দিন দিন যে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ এই ঘটনা।
পুলিশ সূত্রে জানাগেছে মৃতের নাম বিশ্বজিৎ বাউরি (৬২)। মৃতের ৩ ছেলে সত্যম, শিবম ও সুন্দরম। ঘাতক মেজ ছেলে শিবমকে পুলিশ গ্রেফতার করেছে।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, বিশ্বজিৎ বাউরির গ্রামের বাড়ি স্থানীয় ভৈরবপুর গ্রামে। একসময় তিনি শিল্পাঞ্চলের একটি কারখানার সামনে খাবারের হোটেল করেন। নির্মাণ কাজ চলায় হোটেল ভালোই চলত। তার উপার্জন থেকে বড়জোড়ার শিব তলায় জমি কিনে বাড়ি করেন। ৩ ছেলেকে পড়াশোনাও শিখিয়েছেন। এখানে কাজ না পেয়ে কর্মসূত্রে এক ছেলে ভিন রাজ্যে থাকেন। মেজ ছেলে কুসঙ্গে পড়ে মাদকাশক্ত হয়ে পড়ে। সেই থেকে নিত্য পারিবারিক অশান্তি। এদিন সকালে বিশ্বজিৎ বাউরির কাছে টাকা চায় শিবম। এই নিয়ে অশান্তি চরমে ওঠে। শিবমের ভাই বাবার পক্ষ নিয়ে বলতে গেলে ভাইকে কুড়ুল দিয়ে মারতে উদ্যত হয় শিবম। তখনই বিশ্বজিতবাবু বাধা দেন। আচমকা কুড়ুল দিয়ে বিশ্বজিতবাবুর মাথায় আঘাত করে শিবম।
ঘটনার পর পুলিশ এসে শিবমকে আটক করে এবং গুরুতর জখম বিশ্বজিৎ বাবুকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ শিবমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।