নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ২৬ জুলাই: আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। সেই উপলক্ষে দেশের বিভিন্ন দেবক্ষেত্র থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে অযোধ্যায়। রাম মন্দির নির্মানের ভিত পুজোর জন্য কোচবিহারের বিভিন্ন দেবক্ষেত্র থেকে মাটি আগামী ৫ আগস্টের মধ্যে অযোধ্যায় পৌঁছোবে।

কোচবিহারের বানেশ্বর শিব মন্দির, মদনমোহন মন্দির, তুফানগঞ্জ ও দিনহাটার মদনমোহন মন্দির থেকে মাটি সংগ্রহ করে তা শোধন করে অযোধ্যায় পাঠানো হচ্ছে। কোচবিহার জেলা বিশ্ব হিন্দু পরিষদ শাখার উদ্যোগে আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই মাটি শোধন করা হয়, পাশাপাশি এদিন যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

বজরং দলের কোচবিহার জেলা সংযোজক অভিজিৎ দাস বলেন, “রাম মন্দির নির্মাণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে, কোচবিহারের মদনমোহন মন্দির, বানেশ্বর শিব মন্দির, দিনহাটা ও তুফানগঞ্জের মদনমোহন মন্দির এর মাটি সংগ্রহ করে, আজ শোধন করা হলো।” বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর রাজ্য থেকে কোচবিহার এবং নদীয়া জেলা থেকে মাটি অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে।


