ইংরেজবাজারে তৃণমূলের রাখি বন্ধন উৎসবে উধাও সামাজিক দূরুত্ব বিধি

আমাদের ভারত, মালদা, ৩ আগস্ট: তৃণমূলের রাখি বন্ধন উৎসবে উধাও সামাজিক দূরুত্ব বিধি। ইংরেজবাজার শহরের একাধিক জায়গায় ধরা পড়ল সেই ছবি। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি এদিন সকালে রাখি বন্ধন উৎসব পালন করেন শহরের হংসগিরি লেনে। সেখানে সামাজিক দূরত্ব বিধি না মেনে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এমনকি অনেকের মুখে ছিল না মাস্কও। এরই পাশাপাশি জেলা তৃণমূলের আরেক কো-অর্ডিনেটর দুলাল সরকার রাখি বন্ধন উৎসব পালন করেন শহরের কানিরমোর এলাকায়। সেখানে সাধারণ মানুষের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করেন তিনি। এখানেও উধাও সামাজিক দূরত্ব বিধি। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপান-উতর।

জেলা বিজেপির সহ-সভাপতি গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় বলেন, করোনা আবহে বিজেপি সমস্ত রাখি বন্ধন উৎসব বাতিল করে দিয়েছে। তখন সামাজিক দূরত্ব বিধি না মেনে রাখি উৎসব করে কার্যত করোনাকে প্রসারিত করছে তৃণমূল।

সামাজিক দূরত্ব বৃদ্ধি যে কোথাও কোথাও মানা হয়নি তা কার্যত স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের কোডিনেটর দুলাল সরকার। তবে বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তিনি। তিনি বলেন, বিজেপির পাশে মানুষ নেই তাহলে রাখি পড়াবে কাকে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *