জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারের জরুরি অবস্থা ঘোষণার দিনটিকে শুক্রবার কালো দিন হিসেবে পালন করেছে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। খড়্গপুরের রাম মন্দিরের সেই অনুষ্ঠানে উপস্থিত দিলীপ ঘোষ তার বক্তব্যে এই অভিযোগ তোলেন।
তিনি বলেন, প্রতিমুহূর্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই রাজ্যে। এখানে স্বাধীনভাবে বিরোধীদের বসবাস করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কালো দিন’ পালনের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন তিওয়ারি ও রাজ্য সম্পাদক তুষার মুখার্জি সহ অন্যান্যরা।