বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য সেনা পাঠানোর দাবি জানালো সিংহবাহিনী

আমাদের ভারত কলকাতা, ১১ নভেম্বর: বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কলকাতায় সরব হলো সিংহবাহিনী। আজ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে একটি সমাবেশ করে তারা। সমাবেশ থেকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানানো হয়।

একটি কার্টুনকে কেন্দ্র করে ফ্রান্সের অধ্যাপক স্যামুয়েল প্যাকিকে হত্যা করে জিহাদিরা। তারপর থেকে বাংলাদেশেও লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ করছে। আজ কট্টর হিন্দু সংগঠন সিংহবাহিনী একটি সভা করে। এই সভায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাজি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারতীয় সেনা পাঠানোর আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। দেবদত্তবাবু বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ভারতীয় সেনা পাঠানো ছাড়া কোনও রাস্তা নেই। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় সেনা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং শেখ হাসিনাও সুরক্ষিত থাকবেন। ১৯৭৫ সালের ঘটনা তুলে ধরে তিনি বলেন শেখ হাসিনার গোটা পরিবারকে এই মুসলমানরা হত্যা করেছিল। তিনি এবং তার বোন ইউরোপে থাকার জন্য বেঁচে গিয়েছিলেন। তাই ভারতীয় সেনা থাকলে একদিকে যেমন বাংলাদেশের গণতন্ত্র এবং শেখ হাসিনা সুরক্ষিত থাকবেন অন্যদিকে হিন্দুরা সুরক্ষিত থাকবে।

এর পাশাপাশি এদিন সাংবাদিক অর্ণব গোস্বামীর মুক্তির দাবি জানান দেবদত্তবাবু। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, অর্ণব গোস্বামীর যাতে জামিন পায় তার ব্যবস্থা করা এবং তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া। যদিও তার এই দাবি জানানোর কিছুক্ষণের মধ্যেই অর্ণব গোস্বামী জামিন পেয়ে যান। সভা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুতুল পোড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *