আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ এপ্রিল: লকডাউন উপেক্ষা করে শুক্রবার মসজিদে হাজার লোকের জমায়েত। ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার গোপিপুর এলাকার। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা কারোর মুখে নেই মাস্ক। কান্দির এসডিপিও কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মানুষকে ছত্রভঙ্গ করে। মসজিদের ইমামকে ডেকে আগামী দিনে এই ধরণের জমায়েত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেয় পুলিশ। গ্রামবাসীরদের সামনে ইমাম ঘোষণা করেন করোনা পরিস্থিতি চলাকালীন মসজিদে নয় বাড়িতে নামাজ পড়ুন।
দিল্লির নিজামুদ্দিন কান্ডে ছায়া পড়তে চলেছিল মুর্শিদাবাদের বড়ঞাঁয়। এখনও মানুষ যে সজাগ নয়, সচেতন নয় তা আজকের এই ঘটনা থেকেই স্পষ্ট। লকডাউন উপেক্ষা করে শুক্রবার বড়ঞা থানা এলাকার গোপীপুর মসজিদে হাজার লোকের জমায়েত হয় বলে অভিযোগ ছিল। সামাজির দূরত্ব মানা তো দূরের কথা, কারও মুখে মাস্ক পর্যন্ত নেই। ঘটনার খবর পেয়েই কান্দির এসডিপিও কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। জমায়েতকারীদের ছত্রভঙ্গ করা হয়। মাইকে প্রচার করা হয়। পাশাপাশি, মসজিদের ইমামকে ডেকে আগামী দিনে এই ধরনের জমায়েত করলে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। চাপে পড়ে গ্রামবাসীদের সামনে ইমাম ঘোষণা করেন, করোনা পরিস্থিতিতে সতর্ক থাকতে। লকডাউন চলাকালীন বাড়িতে বসে নামাজ পড়ার কথা বলেন।