ঘাটাল বিদ্যাসাগর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর :
চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ দুলাল কর। তাঁর পরিচয় শুধু ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এর প্রধান শিক্ষক নয়, তিনি ছিলেন একজন সামাজিক চেতনা সম্পন্ন মানুষ, একজন শিক্ষাবিদ, বিজ্ঞানমনস্ক মানুষ এবং উদ্যোগী উন্নয়নমুখী মানুষ। তিনি বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের উন্নয়নে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারী। হেরিটেজ কমিশন থেকে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের জন্য এক কোটি টাকা অনুদান পাওয়া, তার একান্ত চেষ্টাতেই হয়েছে। দুলালবাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ২৫ নভেম্বর কলকাতার পিয়ারলেস হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৭ বছর। রেখে গেলেন স্ত্রী পুত্র-কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধকে। তিনি জৈব রসায়ন মাস্টার্স ডিগ্রি করেন এবং রসায়নের বিশিষ্ট শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মহকুমা। অনেকেই স্মৃতিচারণ করলেন তাদের প্রিয় শিক্ষক সহকর্মীর প্রয়াণে।

ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের শিক্ষক ধীরেন মন্ডল বললেন, সর্বভারতীয় শিক্ষা কমিশনের অধিবেশন দিল্লিতে হয়েছিল। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে একমাত্র তিনিই অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ছিলেন এবং তার বক্তব্য অধিবেশনে গৃহীত হয়েছিল। পরে এই সম্বন্ধে একটি বইও প্রকাশিত হয়েছিল। তিনি আরো বলেন বিদ্যাসাগর স্কুলে রাষ্ট্রপতি এসেছিলেন এতেও দুলালবাবুর ভূমিকা ছিল অগ্রণী।

ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক পঙ্কজ ভূঁইয়া বললেন, তার সাথে দুলালবাবুর প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তার স্নেহ আশীর্বাদ তিনি পেয়েছেন। দুলালবাবু ছিলেন একজন সদালাপী, সদাহাস্যময় মানুষ এবং উন্নয়নের দিশারী। প্রাক্তন কাউন্সিলর কার্তিক খাঁড়া বলেন, একজন ভাল মানুষ মিশুকে মানুষকে হারালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *