জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিল্ডিং সংলগ্ন এলাকার একটি নালা থেকে মানব শরীরের কাটা মাথা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত ন’টা নাগাদ এই হাসপাতালের পুরনো এমার্জেন্সি বিল্ডিং সংলগ্ন এলাকার রাস্তার পাশে একটি নিকাশি নালাতে ছেড়া পলিথিন প্যাকেটে জড়ানো এই মাথাটি দেখতে পান জুনিয়র ডাক্তাররা। তারপরেই খবর দেওয়া হয় হাসপাতালের কর্মীদের।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কার মাথা কিভাবে ওখানে এলো তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় কোতয়ালী থানার পুলিশকে। পুলিশ এসে কাটা মুন্ডু উদ্ধার করার পর তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মাথাটি হাসপাতালের এ্যানাটমি বিভাগের হতে পারে বলে মনে করা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য যে সমস্ত দেহ ব্যবহার করা হয়, সেই দেহেরই অংশ এটি হতে পারে। তবে এ বিষয়ে হাসপাতাল সুপার বা মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কোনো মন্তব্য করেননি। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।