মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ধ্বনিতে অনুষ্ঠান শুরু, সেবাকাজের মাধ্যমে ছেলের জন্মদিন পালন দুর্গাপুরের সেন পরিবারের

জয় লাহা, দুর্গাপুর, ১ মার্চ: ছেলের ব্যতিক্রমী জন্মদিন পালন। আর পাঁচটা জন্মদিন পালনের থেকে সম্পূর্ণ আলাদা। জন্মদিনের একটা নির্দিষ্ট তারিখ থাকলেও, শিবরাত্রিতে জন্ম হওয়ায় প্রতিবছর এইদিনে ছেলের জন্মদিন পালন করেন দুর্গাপুরের সেন পরিবার। দুর্গাপুর অঙ্গদপুরের বাসিন্দা সত্যব্রত সেনের ছোটো ছেলে রুদ্রাক্সের জন্মদিন। এই দিনটি আমোদ-প্রমোদ বিনোদনে নয়, বরং মহা উৎসাহ উদ্দীপনার মধ্যেই পালিত হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ধ্বনিতে। একইসঙ্গে গোটা গ্রামের মানুষ পরিবার ও বন্ধু সকলের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির, সকলের স্বাস্থ্য পরীক্ষা, দন্ত, চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক পরীক্ষার ব্যবস্থা। এছাড়াও গ্রামের শিশুদের জন্য পড়াশোনার সামগ্রী প্রদান, চোখের ছানি ওপারেশনে অর্থদান করেন। আবার নরনারায়ণ সেবা ও সকলের মঙ্গল কামনায় মহামৃত্যুঞ্জয় যোগ্য হয় তাদের শিব মন্দিরে।

এদিন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় দুটি সরকারি হাসপাতালের ব্লাড সেন্টারে মাধ্যমে স্বেচ্ছা রক্তদান শিবির হয়। এছাড়াও দুর্গাপুর রোটারি ক্লাব, দুর্গাপুর লায়ন্স ক্লাব ও বেঙ্গল ডায়াবেটিক ফাউন্ডেশনের সহযোগিতায় বাকি পরীক্ষা শিবির হয়। 

এদিন আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার ২৫ ও দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টার ২২ ব্যাগ রক্ত সংগ্রহ করে। রুদ্রাক্সের মা অর্পিতা সেন প্রথম ও বাবা সত্যব্রত সেন (বাপ্পা) সহ পরিবারের প্রায় সকলেই রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহঃ ইউনুস, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি, প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি।

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস জানান, “রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্কুল এডুকেশনের মধ্যে দিয়ে ভবিষ্যৎ রক্তদাতা তৈরি করাই হল আমাদের লক্ষ্য।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *