আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি:
রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে সোমবার নারায়ণগড় ব্লকে দ্বিতীয় দফায় চেক বিলি করা হল। ২০১৮-১৯ বর্ষের অনুদান হিসেবে প্রথম দফায় বোরো ধান চাষের চেক বিলি করা হয়েছিল। এবারে দ্বিতীয় দফায় ২০১৯-২০ বর্ষের খরিফ এবং বোরো ধানের চেক বিলি করা শুরু হয়েছে। সোমবার নারায়ণগড় ব্লকের ৬ নম্বর অঞ্চলের কয়েকশো কৃষকের হাতে এই চেক তুলে দেওয়া হয়। প্রতিটি চেকে এক হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বলে ব্লকের কৃষি অধিকর্তা কল্যাণ গাঙ্গুলি জানিয়েছেন।