স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ মে: করোনা সংক্রমন রুখতে প্রথম সারিতে লড়াই করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীরা। তাই এবার পুলিশ কর্মীদের জন্য নিজের হাতে মাস্ক বানিয়ে দিলেন এক স্কুল শিক্ষক। মাস্ক পেয়ে খুশি পুলিশ কর্মীরা।
রায়গঞ্জ ব্লকের কালিবাড়ি এলাকার বাসিন্দা বিপ্লব কুমার মন্ডল। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। পুলিশ দিনরাত তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য নানান জায়গায় ছুটে বেড়ানোর পাশাপাশি শহরের যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তাই পুলিশের কথা চিন্তাভাবনা বিপ্লববাবু তাদের জন্য মাস্ক বানিয়েছেন। রবিবার বিপ্লববাবু সেই মাস্কগুলি রায়গঞ্জের শিলিগুড়িমোড়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে বিতরন করেন।
বিপ্লব কুমার মন্ডল জানিয়েছেন, করোনা ভাইরাসের জন্য পুলিশ কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন। তাই তাদের কথা চিন্তাভাবনা করে নিজের হাতে বানানো মাস্ক তাদের হাতে তুলে দিলাম। রাতদিন খেটে পুলিশ কর্মীদের জন্য এই মাস্ক তৈরি করেছি। এরা নিজেদের পরিবার ছেড়ে করোনার জন্য লড়াই করছেন তাই এদের জন্য কিছু করতে পেরে নিজের ভালো লাগছে বলে জানান বিপ্লববাবু।