আমাদের ভারত, আরামবাগ, ৩ ফেব্রুয়ারি: ৩০ ফুটের সরস্বতী প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছে তারকেশ্বরের নছিপুরের দি কিশোর সংঘ। বিগত ১৫-২০ বছর ধরে বড় প্রতিমা গড়ে এলাকায় নজির সৃষ্টি করে চলছে তারা। এবছরও ৩০ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে আবারো জেলায় আলোড়ন সৃষ্টি করলো। পুজোকে কেন্দ্র করে
ইতিমধ্যেই নছিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের সাড়া পড়ে গেছে। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। পাশাপাশি এক সপ্তাহ ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এবিষয়ে ক্লাবের সম্পাদক দেব কুমার বেরা বলেন, এবছর তাদের পুজো ৪৪তম বর্ষ। তাদের প্রতিমা ত্রিশ ফুটের। সেখানে অঙ্কন, সঙ্গীত, রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবির, পুতুল নাচ, হরিনাম সংকীর্তন এবং বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, নদী এলাকা হওয়ায় আমরা অনেক সময় দুর্গা পুজোয় আনন্দ করতে পারি না। তাই দুর্গা পুজোর থেকেও আমরা সরস্বতী পুজোয় বেশি আনন্দ করে থাকি। পুজো উপলক্ষে এই কদিন বাড়িতে প্রচুর আত্মীয় আসে। পুজোর এই ক’দিন সকলে মিলে চুটিয়ে আনন্দ উপভোগ করি।