আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ অক্টোবর: শনিবার চতুর্থীর দিন ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে অনুষ্ঠিত হল সম্প্রীতি কাপ। এদিন ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত বিরিঞ্চিবাড়ি স্কুল মাঠে চার দলের মধ্যে এই সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হিরন্ময়পুর একাদশকে হারিয়ে বিরিঞ্চিবাড়ি একাদশ জয়লাভ করে। এলাকার মানুষের সাথে পুলিশের জন সংযোগ বৃদ্ধির জন্যই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সদস্য, প্রধান সহ অন্যান্য জন প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
প্রতি বছরই দুর্গা পুজোর আগে এই ধরনের সম্প্রীতি কাপ অনুষ্ঠিত হয় ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে। এদিনও ওসি প্রদীপ রায়ের উদ্যোগে এই সম্প্রীতি কাপ অনুষ্ঠিত হল। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যেই এই সম্প্রীতি কাপ অনুষ্ঠিত হয়।
ওসি বলেন, “সারা বছর মানুষের সাথে যাতে পুলিশের যোগাযোগ ও সদ্ভাব বজায় থাকে সেই উদ্দেশ্যেই এই সম্প্রীতি কাপের আয়োজন।”