কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মে : ঘাটাল হাসপাতালে আজ মৃত্যু হয় এক মহিলার। সন্দেহজনক হওয়ায় মৃতার লালারস সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো হল মেদিনীপুরে। হাসপাতাল সূত্রে জানা যায়, ঘাটাল থানার রত্নেশ্বর বাটি গ্রামের সরস্বতী সাঁতরা শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় ঘাটাল মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। পরিবারের অভিযোগ, শ্বাস কষ্ট হলেও অক্সিজেন দেওয়া হয়নি এবং নিজেরাই অক্সিজেন দেওয়ার চেষ্টা করি তারপরই মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, সরস্বতী সাঁতরার ঠান্ডা লেগে কাশি শুরু হয় দুদিন আগে থেকেই। স্থানীয় চিকিৎসকের ওষুধ খেয়ে ভাল থাকে। আজ আবার শ্বাস কষ্ট শুরু হলে বেলা ১২ টায় ঘাটাল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হয় কিন্তু হাতের চ্যানেল করলেও পরবর্তীকালে রোগীর পাশে কোনও নার্সই যায়নি বলে অভিযোগ তার পরিবারের। রোগীর শ্বাসকষ্ট শুরু হওয়ার পর অক্সিজেন না দেওয়ায় কাশতে কাশতে গলা থেকে রক্ত বের হয় এবং তারপরই মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন নার্সদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। পরে ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সন্দেহজনক ভাবে মৃত্যু হওয়ায় হাসপাতালে ডাক্তারদের নিয়ে মিটিং এ বসেছেন সিএমওএইচ দুর্গাপদ রাউত। হাসপাতাল সূত্রে জানাগেছে, মিটিং এর পর সিদ্ধান্ত হয় মৃতা মহিলার লালারস সংগ্রহ করে কোভিড ১৯ পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃতদেহ হাসপাতালেই সংরক্ষণ করা থাকবে।