অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ জুলাই: ঝাড়গ্রাম জেলার সমস্ত থানায় বৃহস্পতিবার রাজ্য সরকারের পঞ্চম বর্ষের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা শহরের পাঁচমাথা মোড়ে পদযাত্রা করে পথ সচেতনতা কর্মসূচি পালন করা হয়।

অনদিকে গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ি মোড় পর্যন্ত সচেতনতার প্রচার করা হয়।এবং বেশ কিছু গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও লালগড়, বেলপাহাড়ি, জামবনি, নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফের বিভিন্ন কর্মসূচি।

এই কর্মসূচি সম্পর্কে এক পুলিশ আধিকারিক বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে আমরা পথ নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে তুলতে পেরেছি। এইভাবেই আমরা এগিয়ে যাব। পথ নিরাপত্তা বাড়িয়ে তোলার জন্য আরও বেশি করে নজর দেবো আমরা।

