আমাদের ভারত, ২৭ জুলাই: সেন্ট্রাল রিজার্ভ পুলিশের (সিআরপি) জন্মলগ্ন স্মরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, এই মর্মে তিনি সচিত্র বার্তা দেন এক্স হ্যান্ডলে।
তিনি লিখেছেন, “সিআরপি-র উত্থাপন দিবস উপলক্ষে, সকল ভারতের সিআরপি কর্মীদের আমার শুভেচ্ছা। জাতির প্রতি তাঁদের অটুট নিষ্ঠা ও নিরলস সেবা সত্যিই প্রশংসনীয়। তাঁরা সর্বদা সাহস এবং প্রতিশ্রুতির সর্বোচ্চ মানের পক্ষে দাঁড়িয়েছে। আমাদের জাতিকে নিরাপদ রাখতে তাঁদের ভূমিকা সর্বাগ্রে”।
প্রসঙ্গত, (সিআরপিএফ) হল ভারতের বৃহত্তম আধাসামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর যাত্রা শুরু হয় ২৭ জুলাই, ১৯৩৯- এ। তখন এটি ’ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ’ হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর, ১৯৪৯ সালে এর নামকরণ করা হয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স।