জে মাহাতো, আমাদের ভারত, খড়্গপুর, ৮ মার্চ:
খড়্গপুর টাউন থানার মথুরাকাটি এলাকা থেকে সোমবার গভীররাতে ভিন রাজ্যের দু’জন সহ মোট ছয়জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ অভিযান চালায়। গভীর রাতে মথুরাকাটি এলাকার একটি মাঠে যুবকদের একসঙ্গে দেখে অভিযানরত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। উত্তরে অসংগতি থাকায় পুলিশ তাদের আটক করে। এর পরেই ধৃতদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল এবং রড, চেন, প্লাস্টিক ব্যাট, ভোজালি সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র ও একটি স্করপিও গাড়ি উদ্ধার হয়। গাড়িটি ব্যবহার করে খড়্গপুর শহরে কিংবা পাশাপাশি এলাকায় তারা ডাকাতির ছক কষেছিল বলে মনে করছে পুলিশ।
গ্রেফতার অভিযুক্তদের মধ্যে কার্তিক নন্দী ওরফে দেব ঝাড়খণ্ডের সরাইকেলার এবং কে শিবা অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের বাসিন্দা। অন্য চার জন হল মথুরাকাটি এলাকার এন ঈশ্বর রাও ও বিশাল কুমার, খড়্গপুর বাস স্ট্যান্ড এলাকার অভিষেক রাও এবং রেল কলোনির পবন কুমার। গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে কী উদ্দেশ্যে তারা মথুরাকাটি এলাকায় জড়ো হয়েছিল সে বিষয়ে খড়গপুর টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের আজ মঙ্গলবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।