road inaugurated, Krishna Kumar Kalyani, জলপাইগুড়ির বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যাণীর নামে রাস্তার উদ্বোধন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি: জলপাইগুড়ির বিশিষ্ট শিল্পপতি প্রয়াত কৃষ্ণ কুমার কল্যাণীর প্রতি সম্মান প্রদর্শন করার লক্ষ্যে কৃষ্ণ কুমার কল্যাণী সরণীর উদ্বোধন হলো শনিবার। এদিন শহরের সমাজ পাড়া মোড়ে মঞ্চ করে এক কর্মসূচির মধ্য দিয়ে রাস্তার নামকরণ করা হয়। অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত শিল্পপতির ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মণ্ডল, প্রয়াত শিল্পপতির স্ত্রী শীলা কল্যাণী ও ছেলে শ্রীবর্ধন কল্যাণী। এছাড়া দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা সহ অনেকে।

পুরসভার তরফে এ দিনের কর্মসূচির মঞ্চে রাস্তার কাজের ফলকের উদ্বোধন করা হয়। প্রয়াত শিল্পপতির ছেলে শ্রীবর্ধন কল্যাণী বলেন, “আমার বাবার বরাবরই জলপাইগুড়ির প্রতি ভালোবাসা ছিল অনেক। চিকিৎসার জন্য বাইরে যেতে চায়নি। আজ পুরসভা যে সম্মান দিয়ে বাবার নামে রাস্তার নামকরণ করলো এর জন্য পুরসভাকে অনেক ধন্যবাদ।”

প্রয়াত শিল্পপতির দিনবাজারের বাড়ির সামনে রাস্তা ধরে মারোয়াড়ি গালর্স পর্যন্ত রাস্তার নামকরণ হলো কৃষ্ণ কুমার কল্যাণী সরণী। এছাড়া শহরের একসময়ে প্রয়াত চিকিৎসক অনুপন সেনের নামেও রাস্তার
নামকরণ করা হচ্ছে বলে জানালেন পুরপ্রধান পাপিয়া পাল। তিনি বলেন, “বেগুনটারি থেকে যে রাস্তাটি দিনবাজারের দিকে গিয়েছে সেই রাস্তার নাম প্রয়াত চিকিৎসক অনুপন সেনের নামে করা হচ্ছে। এছাড়া আগামীতে এসপি রায় সরণী করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *