বনগাঁয় রাস্তা বেহাল, হুঁশ নেই প্রশাসনের অভিযোগ স্থানীয়দের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ৩ মার্চ: সংস্কারের অভাবে বেহাল গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ঘাটবাওর পঞ্চায়েতের কালমেঘা গ্রামে দুই কিলোমিটার রাস্তাটির চরম বেহাল দশা। অভিযোগ, স্বাধীনতার পর থেকে রাস্তার কোনো কাজ হয়নি। অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর হয়ে যায়।

স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশি ২-৩ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য যানবাহন। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।

স্থানীয় বাসিন্দা রঞ্জিত বিশ্বাস, চম্পা মণ্ডলরা বলেন, দু’ কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে পিচের প্রলেপ পড়েনি৷ ঝামা ইট দিয়ে রাস্তা তৈরি হলেও তার অবস্থা বেহাল৷ ভাঙ্গাচোরা জায়গা মাঝেমধ্যে বাসিন্দারা চাঁদা তুলে মেরামতি করলেও হেলদোল নেই পঞ্চায়েতের। ভোটের আগে রাস্তা সংস্কারের কাজ না হলে এই গ্রামের একজনও ভোট দিতে যাবে না।

বিজেপি নেতা গৌতম মণ্ডলের অভিযোগ, “এমপি কোটার ১৫ লক্ষ টাকা রাস্তার সংস্কারের জন্য পঞ্চায়েত পেলেও অতীতে ফিরে গিয়েছিল৷ বর্তমানে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ বিজেপি বিধায়কের টাকা বলেই সেই টাকা দিয়ে রাস্তা সংস্কার করা হবে না বলে জানিয়েছে পঞ্চায়েত।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আনিসুর মণ্ডল বলেন, মেলে একটা দশ লক্ষ টাকার চিঠি পেয়েছি, কিন্তু টাকা পাইনি। টাকা এলেই ওই রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *