স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জনুয়ারি: নদী সংসদের উদ্যোগে এবং রাজ্যের নদী বাঁচাও কমিটি ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের যৌথ উদ্যোগে নদীয়া জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হল নদী সম্মেলন। এই নদী সম্মেলনে নদিয়া জেলার ১০টি নদীকে চিহ্নিত করা হয়েছে, যে নদীগুলির অবস্থা বিপন্ন। এই ১০টি নদীর পাড়ে বসবাস করেন বহু পরিবেশ কর্মীসহ মানুষ। এই নদী সংসদের উদ্দেশ্য হল একই মঞ্চের নীচে সকল পরিবেশকর্মী মানুষদের নিয়ে সমবেতভাবে এই আন্দোলনকে যাতে বজায় রাখা যায় তার চেষ্টা করা। যাতে একসাথে এই আন্দোলনকে বজায় রাখা যায় সে কারণেই তৈরি হয়েছে নদী সংসদ।
আজ এই নদী সম্মেলনে নদিয়া জেলা পরিষদে প্রায় ১৫০ জন পরিবেশকর্মী উপস্থিত রয়েছেন যারা এই ১০টি নদীর পাড়ের মানুষ। যারা এই দশটি নদীকে বাঁচাতে চাইছেন, খাল বিলকে বাচাঁতে চাইছেন। আর তাই তাদের এই উৎসাহ দেখে এই খাল-বিলকে বাঁচাতে এগিয়ে এসেছে নদীয়া জেলা প্রশাসন। এছাড়াও জনপ্রতিনিধিরাও আশ্বাস দিচ্ছেন যে এবার তারা নদীর জন্য কিছু একটা করবেন।
রাজ্য নদী বাঁচাও কমিটি এবং নদী সংসদের দাবি, নদী বাঁচানোর জন্য প্রথমে তারা নদীর তথ্যগুলো সংগ্রহ করছেন। কখনো পদযাত্রা, কখনো সাইকেল করে তারা খোঁজ নিচ্ছে নদীর পাড়ের মানুষ সহ নদীর কি অবস্থা সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও সেখানে কি কি করা যায় তারও একটা প্রস্তাব তারা সরকারের কাছে দিয়েছেন। ইতিমধ্যে তারা ১৪টি খাল বিলের তালিকা নদিয়া জেলা প্রশাসনকে দিয়েছেন যাতে এগুলোর অবিলম্বে সংস্কার করার ব্যবস্থা হয়। বিভিন্ন নদীগুলোতে এখন অবৈধ নির্মাণকার্য শুরু হয়েছে বলে দাবি নদী বাঁচাও সহ নদী সুরক্ষার অন্যান্য কমিটিগুলির। তাদের দাবি, এর ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। খাল বিলের জল যেখানে নদীতে পড়ত অবৈধ নির্মাণের জন্য তা সম্ভব হয়ে উঠছে না। সেগুলো নিয়ে মানুষকে সচেতন করা এবং অবৈধ নির্মাণগুলো ভেঙ্গে দেওয়ার দাবিও তারা প্রশাসনের কাছে জানিয়েছেন।