আমাদের ভারত, হুগলী, ২৮ সেপ্টেম্বর: সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল মমতা ব্যানার্জির। আবার ২০২১ এ সিঙ্গুর থেকেই পতন হবে। কৃষকরাই মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে টেনে নামাবে। দাবি হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জির। কৃষি বিলের সমর্থনে হুগলীর সিঙ্গুরের সানাপাড়া থেকে সোমবার লকেট চ্যাটার্জির নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। যে মিছিল টাটা প্রকল্প এলাকায় গেলে কৃষকরা কান্নায় ভেঙে পড়ে। তাদের দাবি, যে কারণে তারা জমি দিয়েছিল তার কিছুই হয়নি খুব কষ্টের মধ্যে তাদের দিন কাটছে। তারা চান এই জমিতে শিল্প হোক। পরে সাংসদ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিল এনেছেন তার ফলে কৃষকদের ভালো হবে এবং ফঁড়েরাজ বন্ধ হবে। পাশাপাশি কৃষকদের দাবি, তৃণমূল সরকার কিছুই করেনি, যে অবস্থায় জমি রয়েছে তাতে আর কোনও ভাবেই চাষ সম্ভব নয়। তারা চান এই জমিতে শিল্প হোক।
এদিন গোপালনগর, সাউ পাড়ার সামনে বিজেপির মিছিল গেলে তৃণমূলের কয়েকশো কর্মী সাংসদকে কালো পতাকা দেখাতে থাকেন, যদিও এনিয়ে লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, কালোবাজারিরা কালো পতাকা দেখিয়েছে। কারণ যারা কালোবাজারি করে তাদের কালো টাকা শেষ হয়ে আসছে।