রাজেন রায়, কলকাতা, ৯ নভেম্বর: আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের জন্য সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল।
এদিন আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা রবীন দেব , কংগ্রেস নেতা ঋজু ঘােষাল। চলতি মাসের ১৮ নভেম্বর সর্বপ্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনিয়ে দেন, ‘১৩ জানুয়ারি প্রকাশ করা হবে নতুন সংশোধিত ভোটার তালিকা। ১৮ নভেম্বর থেকে ভােটার তালিকা সংশােধন শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন অর্থাৎ নাম তোলা, বাদ দেওয়া-সহ যাবতীয় কাজ। তারপর ১৩ জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।
এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন ,সমস্ত ভােটার যাতে নির্বিঘ্নে ভােট দিতে পারে সেই ব্যবস্থা এখন থেকেই তৈরি করতে হবে। পরিযায়ী শ্রমিক দের নাম ও যেন ভোটার তালিকায় থাকে।’
অন্যদিকে , বৈঠক শেষে সাংবাদিকদের মুখােমুখি হয়ে সিপিআইএম নেতা রবীন দেব বলেন , ‘৭৮৯০৩ টি বুথে যাতে বুথ কর্মীরা ঠিকমত বসে কাজ করতে পারেন , সেটা নজর রাখতে হবে। ভােটার তালিকা তৈরির সময় সকাল ১২ টা থেকে ৩ টে পর্যন্ত বিএলও’রা থাকবেন। কোনও অজুহাতে কোনও বৈধ ভােটারের নাম বাদ দেওয়া যাবে না ।’
জানা গিয়েছে, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের প্রতিটিতে থাকবেন ১ জন করে বিএলও। প্রতি বুথে ২ দিন করে চলবে সংশোধনের কাজ। সূত্রের খবর, এবার রাজ্যে বাড়ছে ৯৯টি বুথ। কারণ, যে সব বুথে দেড় হাজারের বেশি ভোটার, করোনা পরিস্থিতির কথা বিচার করে সেগুলিকে বিভক্ত করা হচ্ছে। সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচন, নির্বাচন কমিশনের কাছে একটা নতুন বড় চ্যালেঞ্জ।