আমাদের ভারত, হুগলী, ২৭ অক্টোবর: চলতি মাসের ১১তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চুঁচুড়ার কামারপাড়া রায়েরবেড় এলাকার বাসিন্দা বিষ্ণু মাল(২৩) বাড়ির কাছ থেকেই অপহৃত হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাসই তাঁকে অপহরণ করে। বিষ্ণুর এক বান্ধবীর প্রতি কুনজর ছিল বিশালের। সেই বান্ধবীর সাথে বিষ্ণুর সম্পর্ক ভালোভাবে নেয়নি বিশাল। সেজন্যই বিষ্ণুকে অপহরণ করেছে বিশাল এন্ড কোং। টানা ৮দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত বিশালের নাগাল পায়নি চুঁচুড়া থানার পুলিশ। ফলে বিষ্ণুকেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অবিলম্বে বিষ্ণুকে উদ্ধারের দাবিতে আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে পথ অবরোধে সামিল হয় কামারপাড়া এলাকার বাসিন্দারা। বেশকিছুক্ষণ অবরোধ চলার পর তাঁরা চুঁচুড়া থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে।
ঘটনায় আটক হয় বিশালের দুই সাগরেদ। তাদের জিজ্ঞাসাবাদ করে অবশেষে আজ সকালে বৈদ্যবাটীর দিল্লিরোডের পাশে উদ্ধার হয় বিষ্ণুর দেহের কিছু অংশ। পুলিশের মতে দুষ্কৃতিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় অপহরণের দিনই খুন করা হয় বিষ্ণুকে। তারপর দেহ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলা হয়। তারই অংশ বিশেষ আজ উদ্ধার করে পুলিশ। সম্পূর্ণ পচে যাওয়া দেহাবশেষ সনাক্ত করার জন্য ধৃত দুই দুষ্কৃতিকে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে আনা হতে পারে।