আমাদের ভারত, ২৩ এপ্রিল: “এই কাপুরুষোচিত ও নিন্দনীয় কাজের জন্য দায়ীদের কঠোরতম পরিণতি ভোগ করতে হবে। কোনও দায়মুক্তি থাকবে না।” মঙ্গলবার রাতেই কাশ্মীর কান্ডে এই প্রতিক্রিয়া দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি এক্সবার্তায় লিখেছেন, “কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর নৃশংস ও অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। ভারত সরকার পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অটল অঙ্গীকার দৃঢ় এবং কেবল আরও শক্তিশালী হবে। এই ধরনের সহিংসতা ও ঘৃণার কাজ কখনও তাদের ঘৃণ্য উদ্দেশ্য অর্জনে সফল হবে না।”