আমাদের ভারত, তমলুক, ১৬ নভেম্বর: ঝোপ জঙ্গলের মাঝে পড়ে পড়ে নষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ে উদ্ধার কাজে ব্যবহারের জন্য সিভিল ডিফেন্সে দুটি রেসকিউ গাড়ি। হেলদোল নেই প্রশাসনের। রাজ্য সরকার ২০১৭ সালে কয়েক লক্ষ টাকার দুটি গাড়ি পূর্ব মেদিনীপুর বিপর্যয় মোকাবিলা দপ্তরকে দিয়েছিল। গাড়ি দুটি নিয়ে আসার পর থেকেই সেগুলি জেলা শাসকের দপ্তরের পেছনে পড়ে রয়েছে। গাড়ি দুটিকে ঘিরে জঙ্গল তৈরি হয়েছে।
২০১৯ সালে ফণির মত ঘূর্ণিঝড় এই জেলার উপকূলীয় এলাকা দিঘা, মন্দারমণি, তাজপুরের উপর দিয়ে বয়ে গিয়েছিল। উদ্ধার কাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন। চলতি মাসে বুলবুল ঘূর্ণিঝড়ও বয়ে গেছে ওইসব এলাকা দিয়ে। এবারেও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজে নেমেছিল, কিন্তু কখনোই জেলায় থাকা গাড়ি দুটি ব্যবহার করা হয়নি। প্রায় তিন বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে গাড়ি দুটি।
জেলা শাসক পার্থ ঘোষ জানিয়েছেন, এবার তৎপরতা নেওয়া হচ্ছে গাড়ি দুটি সচল করার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তরকে।