DME, DHS, বদলি হলেন ডিএমই এবং ডিএইচএস, নয়া স্বাস্থ্যকর্তাদের নাম ঘোষণা

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: রাজ্যের স্বাস্থ্য দফতরের ওপর মহলে কিছু রদবদল হলো। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে ডিএমই এবং ডিএইচএস-কে পদ থেকে সরানো হলো মঙ্গলবার।

ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন (ডিএমই) ডাঃ কৌস্তভ নায়েককে পাঠানো হলো ইন্সটিট্যুট অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার-এর অধিকর্তার দায়িত্বে। ডিরেক্টর অফ হেল্থ সার্ভিসেস (ডিএইচএস)
ডাঃ দেবাশিস হালদারকে করা হলো ওএসডি (জনস্বাস্থ্য)।

যুগ্ম ডিএইচএস (আইবিটিএম, আইএইচ) ডাঃ স্বপন সোরেনকে করা হয়েছে ভারপ্রাপ্ত ডিএইচএস। ইন্সটিট্যুট অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার-এর অধিকর্তা সুপর্ণা দত্তকে করা হয়েছে ওএসডি মেডিকেল এডুকেশন।

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তাররা রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব, ডিএমই এবং ডিএইচএস-কে পদ থেকে সরানোর দাবি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “আমরা ওঁদের বোঝালাম, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায়, তাহলে প্রশাসন চলবে কী করে? সুতরাং আমরা ওঁদের কথা মতো ডিএমই ও ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *