আমাদের ভারত, কলকাতা, ৩ এপ্রিল: মমতার রাজ্যেই নিজামুদ্দিনের বিদেশীরা আত্মগোপন করে আছেন বলে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। শুক্রবার সল্টলেকে তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেন, কলকাতায় চারটি মসজিদে নিজামুদ্দিনের সম্মেলনে যাওয়া ধর্মগুরুরা আত্মগোপন করে আছেন। কলকাতার চারটি মসজিদের নামও মমতার পুলিশের উদ্দেশ্যে বলেন তিনি। রাজাবাজার কাচ্চি মসজিদ, রাজাবাজার দিলখালি মসজিদ, কলুতলা ছোটে মসজিদ ও মেটিয়াবুরুজের মসজিদে নিজামুদ্দিন থেকে আসা ধর্মগুরুরা রয়েছেন বলে দাবি করেন দিলীপ ঘোষ।
তারপরে তিনি আরও বলেন, বাংলায় মোট ১০৯ জন বিদেশি ধর্মগুরু রয়েছে। যাদের কোনও খোঁজ নেই। তাদের অবিলম্বে খুঁজে বার করার দাবি জানান দিলীপ ঘোষ। না হলে বাংলায় এইসব বিদেশি মুসলিম ধর্মগুরুরাই করোনা ছড়িয়ে দেবে বলে জানান তিনি। তাঁর আরও দাবি, বিধাননগরের হজ হাউসে মাত্র ৪০ জন ধর্মগুরু রয়েছে। বাকিদের হদিশ পায়নি রাজ্য। আমি রাজ্যকে আজ তথ্য দিয়ে দিচ্ছি। তারা এবার সবটা দেখুক। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজামুদ্দিন কান্ডে হাত ধুয়ে ফেলেছেন বলে রাজ্যকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এদিন বলেন খুঁজে না বের করতে পারলে আমাদের বিপদ আছে।