Release, Video Album, রিলিজ হলো আত্মধী করের “আমি আকাশ দেখবো” জুক বক্স ও ভিডিও অ্যালবাম

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: বৃহস্পতিবার সন্ধ্যায় বহু গুণীজনের উপস্থিতিতে মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে রিলিজ হলো শিক্ষক দম্পতি অরিত্র কর ও অংশুলা করের কৃতি সন্তান মেদিনীপুরের উদীয়মান শিশু সঙ্গীত শিল্পী আত্মধী করের “আমি আকাশ দেখবো” জুক বক্স ও ভিডিও অ্যালবাম। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আত্মধী ও আত্মধীর পিতা-মাতা ও শুভানুধ্যায়ীরা।

এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাংলা গানের কারিগর ও গবেষক শুভেন্দু মাইতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুপান্থ বসু, সঙ্গীত শিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়, ছড়াকার বিদ্যুৎ পাল, প্রাক্তন শিক্ষিকা শ্যামলী সাহা, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণচন্দ্র ওঝা, কবি শায়েরী চক্রবর্তী, অভিনেতা ও আলোকচিত্র শিল্পী নিশীথ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন অতিথি শিল্পীরা। সবুজায়নের বার্তা দিতে অতিথিদের হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী মোম চক্রবর্তী। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অরিত্র কর ও অংশুলা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *