উদ্ধার হওয়া ১৭০টি অজ্ঞাত পরিচয় দেহ ভুবনেশ্বরের ছয়টি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তাদের পরিবারের উদ্দেশ্যে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ওড়িশার রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭০টি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে রাখা হয়েছে। এইসব ব্যক্তিদের পরিবার বর্গের উদ্দেশ্যে তিনি জানান, এই অজ্ঞাত পরিচয় মৃতদেহগুলিকে বালেশ্বর থেকে ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালের মর্গে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তাই এরপর থেকে মৃতদের পরিবারবর্গ আর বালেশ্বর নয়, ভুবনেশ্বরের ঐ ছয়টি হাসপাতালে গিয়ে যেন খোঁজ খবর করেন।

তিনি আরও উল্লেখ করে দেন, ওড়িশার এইমস হাসপাতালে ১০০টি, সামস্ হাসপাতাল ২০টি, কেআইআইএমএস-এ ২০টি, হাই টেক-এ ১০টি, আমরি’তে ০৬টি, কেপিটাল হাসপাতালে ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাখা হয়েছে। তিনি জানান, মানুষকে সুবিধা দেবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে একজন আইপিএস অফিসারকে ওড়িশার পুরো বিষয়টি তত্ত্বাবধানের জন্য রাখা হয়েছে।

জেলাশাসক খুরশিদ আলী কাদেরী জানান, এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও জেলা প্রশাসন ২৫টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করেছে, যারা রাজ্যের বিভিন্ন জেলার অধিবাসী। অল্প এবং গুরুতর আহত হয়ে জেলার হাসপাতালগুলিতে ১২৪ জনকে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে যারা গুরুতর আহত তাদের ভিন্ন হাসপাতালের স্থানান্তর করার পাশাপাশি কম আহতদের আগামীকালের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পশ্চিম মেদনীপুর জেলা পুলিশ প্রশাসন এবং রাজ্য পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিক ভুবনেশ্বরে আছেন বলেও তিনি জানিয়েছে। জেলার  হেল্পলাইন নম্বরগুলি হল- ১৮০০৩৪৫০০৬১- টোল ফ্রি নাম্বার/ ৮৪২০৩৮০৯৯। এবং রাজ্যের তরফে নোডাল অফিসার- ৯৬৪৭৭৮৮৩৭৭ আইপিএস, ডিসিপি সাউথ, কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *