আমাদের ভারত, হুগলী, ১৭ নভেম্বর: তৃণমূলকে হঠাতে বাম– কংগ্রেস জোটই আসল শক্তি, ফুরফুরা শরিফ যাওয়ার পথে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর আজ হুগলির ফুরফুরা শরিফে দেখা করতে যান অধীর চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন আব্দুল মান্নান। যাওয়ার পথে ডানকুনিতে কর্মীদের সংবর্ধনা নেওয়ার সময় বক্তব্য রাখেন তিনি। তার দাবি আগামী বিধানসভা নির্বাচনে বামেদের সাথে কংগ্রেসের জোট হবেই। এবার মানুষ সেই শক্তিকেই বিকল্প হিসাবে বেছে নেবে। তিনি বলেন, এবিষয়ে কে কি বলছেন তার জবাব এখন দেব না। জোট প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের সমালোচনার জবাবে তার যুক্তি “গরু-ছাগল যে কেউ যা খুশি বলতে পারেন। জবাব মানুষ দেবেন।