আমাদের ভারত, ২২ অক্টোবর: “ছিঃ! তৃণমূল ছিঃ”। এই মন্তব্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে লিখলেন, “ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে”।
বুধবার তিনি লিখেছেন, “T – তৃণমূলের কাছে M – মেয়েরা, C – চাহিদা মাত্র। তৃণমূলের কাছে নারী মানেই যেন দুর্বল, এই ধারণা নিয়েই আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে। এই ধরনের ঘৃণ্য কাজ করার জন্যে তাদের মাথায় বড় বড় হাত আছে।
গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৃণমূলের নেতা ও মমতা পুলিশের হোমগার্ড শেখ বাবুলালের হাতে একজন মহিলা চিকিৎসক নিগৃহীতা হয়েছেন। শোনা যায় এই বাবুলাল উলুবেড়িয়া সংখ্যালঘু সেলের সভাপতি। বিরাট নেতা, কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার সাথে ওঠাবসা আছে ওনার। ওর কীর্তি শুনুন ভিডিওতে এবং এই তৃণমূল নেতার ছবি কমেন্টে দেখুন।
যারা দিনরাত অসুস্থ মানুষের সেবা করে যান, তাদেরও ছাড়ছে না এই অসভ্য বর্বর নরকের কীটগুলো। এরা কাউকেই রেহাই দেয় না। মানবতার মুখে চরম কলঙ্ক।
এই প্রশাসনের আমলে যেখানে মা, বোন, কন্যা, নারীর প্রতি সম্মান হারিয়ে যাচ্ছে সেখানে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী’র এই পদে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। তাই আওয়াজ উঠেছে, “দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী’র পদত্যাগ” কিন্তু উনি নির্লজ্জ পদত্যাগ তো দূর সঠিক শান্তির ব্যবস্থা গ্রহণ করবেন না যেমনটা আর.জি.কর-এ করেননি।
আজ সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে একজোট হয়ে দাঁড়ানোর। নারীর মর্যাদা রক্ষায়, মানবতার সুরক্ষায় ধর্ষকদের সরকারের বিদায়ী ঘন্টা বাজানোর সময় এসেছে।”

