সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ আগস্ট: অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজার পর, গোবরডাঙায় স্থাপন হল রাম মন্দির। বুধবার উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গায় হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা এই রাম মন্দির স্থাপন করলেন। পাঁচ বছর ধরে অস্থায়ী ভাবে এই জায়গায় শ্রীরামের পুজো করতেন স্থানীয় মানুষ সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। তাই গোবরডাঙ্গার স্টেশন চত্বরে টিকিট কাউন্টারের পাশে রাম মন্দির করার সিদ্ধান্ত নেন হাবড়া ১ নম্বর খন্ডের হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা।
আজ সকাল থেকেই উৎসাহিত ছিল হিন্দু জাগরণ মঞ্চের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন বারাসাত জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যবাহ সুকুমার নাথ, হিন্দু জাগরণ মঞ্চের নারী সুরক্ষার সভাপতি লিটন সাহা, নগরের সহ কার্যকরী তাপস দাস। এদিন পুরোহিত ডেকে ভক্তিসহকারে শ্রীরামের পুজো করা হয়। এরপর বারাসাত জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্য বাহ সুকুমার নাথ, হিন্দু জাগরণ মঞ্চের নারী সুরক্ষার সভাপতি লিটন সাহার হাত দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। শ্রীরামের পুজো দিতে আসেন আশপাশের মহিলারাও।