আমাদের ভারত, ২৫ অক্টোবর: শুক্রবার সারাদিন বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আপাতত বৃষ্টি কমলেও সম্পূর্ণ ভাবে বর্ষণ বন্ধ হবে না। আগামী ৬ দিন দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি হতে পারে।
শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা ছিল। কোথাও কোথাও ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে লাল সর্তকতা জারি করা ছিল। এই জেলাগুলিতে অত্যন্ত ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াওতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা ছিল।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদনীপুরেই শুধু আবহাওয়া সংক্রান্ত সর্তকতা জারি করা থাকছে। এইসব জেলায় শনিবারেও ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি আর কোন জেলাতেই শনিবার আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই।
তবে পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে পরবর্তী ৬ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে কম বেশি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। হালকা অথবা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। এখনো পর্যন্ত যা পূর্বাভাস, তাতে কালী পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। উত্তরবঙ্গে আপাতত শুকনো থাকারই সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় ডানা বৃহস্পতিবার রাতে আছড়ে পড়ে ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল পর্যন্ত ল্যান্ড ফল প্রক্রিয়া চলে। বিকেলের মধ্যে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলার উপকূলে না পড়লেও এর প্রভাবে বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।