আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ আগস্ট: বুধবার সাতসকালেই ভূমিকম্প অনুভূত হল মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া সহ একাধিক জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। নদীয়া জেলাই এর উৎসস্থল বলে মনে করা হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছে ভূতত্ত্ববিদরা। বুধবার সকাল ৭ টা ৫৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। মুর্শিদাবাদের নদীতেও অনুভূত হয়েছে এই কম্পন। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন দুই জেলার বাসিন্দারা। ভূমিকম্প অনুভূত হওয়ার পরই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মালদাতেও অনুভূত হলে মাত্রা ছিল কম।

