সাথী দাস, পুরুলিয়া, ২১ জুলাই: ২১ জুলাই শহিদ দিবসে এক হাজার দুঃস্থ পড়ুয়ার দায়িত্বভার নিল পুরুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস। আজ পুরুলিয়া শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় শহর তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে খুদে পড়ুয়াদের হাতে বইপত্র ও খাতা-কলম দেওয়ার উদ্যোগ নেয় তারা।
তৃণমূল কংগ্রেসের জেলা নেতা তথা স্থানীয় পুর সভার প্রশাসনিক বোর্ডের সদস্য বৈদ্যনাথ মন্ডল উপস্থিতি পড়ুয়াদের হাতে সেই অঙ্গীকার পত্র তুলে দেন। কয়েক দিন পর তালিকাভুক্ত পড়ুয়াদের হাতে বই ও পড়ার সরঞ্জাম তুলে দেওয়া হবে বলে জানান শহর যুব তৃণমূল সভাপতি গৌরব সিং। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, সহ অন্যান্যরা। খুশি ছাত্র-ছাত্রীরাও।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বহু পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের। তৃণমূল নেতা কর্মীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন অনেকেই। সেই কথা মাথায় রেখে এক হাজার দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিল শহর তৃণমূল কংগ্রেস।