আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ অক্টোবর: থানার মধ্যে শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দিল পুজো কমিটি। পুলিশ নিরব দর্শক। বুধবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ইচ্ছামতী নদীর ঘাটে। এনিয়ে তীব্র সমালোচনার মুখে বনগাঁ থানার পুলিশ।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দুর্গা পুজোয় ঠাকুর দেখা থেকে শুরু করে শোভাযাত্রা সবেতেই ছিল কলকাতা হাই কোর্টের একাধিক বিধিনিষেধ। কিন্তু হাই কোর্টের সেই নির্দেশ অমান্য করে দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখা গেল বনগাঁয়। তা আবার বনগাঁ থানার মধ্যে। বুধবার সন্ধ্যায় কয়েকটি পুজোর উদ্যোক্তারা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে বনগাঁ থানার ঘাটে আসে। শোভাযাত্রায় মহিলা থেকে পুরুষ প্রায় প্রত্যেককেই নাচ করতে দেখা যায়। মহিলাদের মুখে ছিল সিঁদুর। প্রতিমা মণ্ডপ থেকে নামানোর আগেই তারা সিঁদুর খেলেছেন। বনগাঁ থানার মধ্যে দিয়ে বনগাঁ থানার ঘাটে যেতে হয়। সেই রাস্তা দিয়েই শোভাযাত্রা যায়।
এদিন সন্ধ্যায় বিসর্জন উপলক্ষ্যে বনগাঁ থানার গেটের সামনেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তাদের সামনেই শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে আসে কয়েকটি পুজোর উদ্যোক্তারা। পুলিশের পক্ষ থেকে তাঁদের আটকানোও হয়নি। পরে সাংবাদিকদের ছবি তোলা দেখে পুলিশ শোভাযাত্রা বন্ধ করতে এগিয়ে আসে। ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে পুলিশের বিরুদ্ধে। বনগাঁ শহরের বহু সচেতন মানুষের প্রশ্ন, গোটা এলাকায় ইতিমধ্যেই হু হু করে করোনার প্রকোপ ছড়িয়েছে। পুজোতে মন্ডপের মধ্যে ঢোকাও নিষেধ ছিল। সেখানেও হাই কোর্টকে অমান্য করা হয়েছে। তারপরেও এ ধরনের শোভাযাত্রার ফলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে।