অশোক সেনগুপ্ত
আমাদের ভারত,, কলকাতা, ২৩ সেপ্টেম্বর : পূজোর আর ৩৩ দিন বাকি। মনে হচ্ছে অনেটা সময় পাওয়া যাবে। কিন্তু টুকটাক কাজে সময় লাগে অনেকটা। কিন্তু আবহাওয়া তো পূজা কমিটির মাথায় হাত ফেলে দিয়েছে। রীতিমত চিন্তায় উদ্যোক্তারা— পরিকল্পনা ভেস্তে যাবে না তো?
দক্ষিণ কলকাতার নামী পুজোগুলোর অন্যতম ভবানীপুরের সম্মিলনী। এই আবহাওয়ার মধ্যেই চেষ্টা করছে তাদের প্যান্ডেল, আলোক সজ্জা যেন চতুর্থীর মধ্যেই শেষ করতে পারে! প্রতিমাও চলে আসবে যথাসময়ে। কিন্তু বেশি বৃষ্টিতে বাঁশের উপর দাঁড়িয়ে কাজ করা প্রায় অসম্ভব।
সম্মিলনী-র তরফে সাধারণ সম্পাদক কৌশিক দত্ত বলেন, “আমরা চার বছর কোভিড-এর পর এবার আমরা পুজোয় পরিবর্তন এনেছি। এবার আমাদের থিম ‘কালান্তর’ (একাল -সেকাল)। প্রতিমাতেও পরিবর্তন লক্ষণীয়। তাছাড়া পূজোর দু-দিন সন্ধ্যায় পূজা মণ্ডপের সামনে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর প্রতি বছরের ন্যায় এবারও আমরা দুস্থদের জন্য সামাজিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।”
কিন্তু সব কিছুই করতে হচ্ছে বরুণ দেবতার করুণা প্রার্থনা করে। তিনি যেভাবে সব পূজো কমিটির উপর রুষ্ট হয়েছেন তাতে শেষ পর্যন্ত পঞ্চমীর মধ্যে সব কাজ শেষ করে উদ্বোধন করা সম্ভব কিনা এখনই বলা যাচ্ছে না।

