পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন কদমডিহা রেলগেট কালী মন্দিরের পুজো এই বছর ১০ম বর্ষে পদার্পণ করল। সোমবার সকালে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এর শুভ সূচনা করা হয়।

পুজোর পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো কমিটির তরফে। পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে অন্ন সেবার আয়োজন করা হয় পুজো কমিটির তরফে। সবমিলিয়ে পুজোর কটা দিন কদমডিহা রেলগেট কালী মন্দির ছিল জমজমাট।

